মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

শিরোনাম

সিজেকেএস কারাতে উপ-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

প্রিন্ট করুন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) কারাতে উপ-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার রাতে সংস্থাটির কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিজেকেএস কারাতে উপ-কমিটির সাধারণ সম্পাদক শেখ দিদার উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সদস্য সায়েদ মোহাম্মদ আরিফ চৌধুরী, সাজ্জাদ আমির, মো. সাইফ উল্লাহ মানসুর, আনোয়ার হোসাইন, অ্যাডভোকেট শামসুল আলম, তানজির হোসেন জুয়েল, নেছার আহমেদ মিন্টু ও রায়হান উদ্দিন।

সভায় নতুন টুর্নামেন্ট আয়োজন, বাজেট প্রণয়ন ও নিজস্ব মাঠ তৈরিসহ কারাতে খেলাধুলার উন্নয়নে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় শেখ দিদার উদ্দিন বলেন, চট্টগ্রাম থেকেই বাংলাদেশের কারাতের সূচনা হয়েছিল। এখান থেকে বহু কিংবদন্তি খেলোয়াড় তৈরি হয়েছেন। কিন্তু আজও আমাদের নিজস্ব মাঠ নেই। এই ঘাটতি পূরণে কমিটির সদস্যরা সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা জানান, চট্টগ্রাম বাংলাদেশের কারাতের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। করাতে খেলাকে আরও জনপ্রিয় ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

সভা শেষে চট্টগ্রামে কারাতে খেলাকে আরও এগিয়ে নিতে এবং নতুন প্রজন্মকে এ খেলায় সম্পৃক্ত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।