রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

হারিস রউফের ম্যাচ ফির জরিমানা পরিশোধ করবেন নাকভি

শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

প্রিন্ট করুন

এশিয়া কাপে আইসিসির আচরণবিধি ভঙ্গের কারণে পাকিস্তানি পেসার হারিস রউফের ওপর আরোপিত জরিমানা ব্যক্তিগতভাবে পরিশোধ করবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

সূত্রের বরাতে জিও নিউজ আরো জানিয়েছে, পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে ভবিষ্যতে আইসিসি জরিমানা আরোপ করলেও তা নাকভি নিজ খরচে মেটাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

২১ সেপ্টেম্বর দুবাইয়ে ভারতের বিপক্ষে উত্তেজনাপূর্ণ সুপার ফোর ম্যাচে ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে অশোভন ইঙ্গিত করার অভিযোগে রউফকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়।

অন্যদিকে একই ম্যাচে অর্ধশতক উদযাপনের সময় ব্যাট দিয়ে ‘গান ফায়ার সেলিব্রেশন’ করায় ব্যাটার সাহিবজাদা ফারহানকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।

ভারতের দিক থেকেও শাস্তি এসেছে। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ-পর্বের ম্যাচ শেষে রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করায় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়। সূর্যকুমারের সেই বক্তব্যকে কেন্দ্র করে পিসিবি তীব্র প্রতিক্রিয়া জানায় এবং লেভেল-৪ শাস্তি দাবি করে।

এই ঘটনার জেরে ভারত-পাকিস্তান ম্যাচে উত্তেজনা আরো বেড়ে যায়। এমনকি টসের সময় ম্যাচ রেফারির পরামর্শে দুই দল প্রথাগত করমর্দন থেকেও বিরত থাকে।