রবিবার, ১২ অক্টোবর ২০২৫

শিরোনাম

ব্রহ্মপুত্রের উজানে শক্তির দ্বন্দ্ব: বাংলাদেশে হুমকির ছায়া

রবিবার, আগস্ট ২৪, ২০২৫

প্রিন্ট করুন

ব্রহ্মপুত্র নামটি শোনার সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে এক অদম্য স্রোতধারা, যা পাহাড়ি উজান থেকে ছুটে এসে ভাটির জনপদে জীবন বয়ে আনে। শুধু পানি নয়, এই নদী বাংলাদেশের খাদ্য, জীবিকা, পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। ভাটির দেশ হিসেবে আমাদের জন্য ব্রহ্মপুত্রের প্রবাহ কেবল একটি প্রাকৃতিক সম্পদ নয়, বরং বেঁচে থাকার অবলম্বন।

কিন্তু এই নদী আজ এক আন্তর্জাতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। উজানে চীন ও ভারত নিজেদের স্বার্থে ড্যাম নির্মাণে ব্যস্ত। চীন দাবি করছে তাদের প্রকল্প এশিয়ার হাইড্রো-ইনফ্রাস্ট্রাকচারে নতুন মাইলফলক স্থাপন করবে, বিদ্যুৎ উৎপাদন বাড়াবে এবং অর্থনীতিতে গতি আনবে। অপরদিকে ভারতও তার ড্যামকে “সর্বকালের সেরা” হিসেবে তুলে ধরছে, যা নাকি শুধু শক্তির ঘাটতি মেটাবে না, বরং পার্শ্ববর্তী জল সংকট কমাতেও ভূমিকা রাখবে।

এই প্রতিযোগিতার মধ্যে সবচেয়ে ঝুঁকির মুখে রয়েছে বাংলাদেশ। আমাদের কৃষি, নদীভিত্তিক জীবিকা, বন্যা নিয়ন্ত্রণ এবং পরিবেশ সবকিছুই ব্রহ্মপুত্রের জলের ওপর নির্ভরশীল। উজানের ড্যামগুলোর কারণে প্রবাহ কমে গেলে কিংবা হঠাৎ ছেড়ে দিলে ভাটিতে ভয়াবহ খরা, অপ্রত্যাশিত বন্যা ও মাটিক্ষয়ের মতো সংকট দেখা দেবে। সেচ ব্যাহত হলে কৃষিজ উৎপাদন কমে যাবে, মাছের প্রজনন ব্যাহত হবে, আর নদীভাঙনে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হবে।

বাংলাদেশের অবস্থান ভৌগোলিকভাবে অত্যন্ত জটিল। আমাদের একদিকে ভারতের সঙ্গে সীমান্ত ভাগাভাগি, অন্যদিকে চীনের প্রকল্পের প্রভাব মোকাবিলা করার চ্যালেঞ্জ। দুই বৃহৎ শক্তির প্রতিযোগিতার মাঝে ছোট ভাটির দেশ হিসেবে আমাদের স্বার্থ রক্ষা করা সহজ নয়। এ পরিস্থিতিতে কূটনৈতিক দূরদর্শিতা অপরিহার্য। কেবল প্রতিবাদ নয়, তথ্যভিত্তিক সমঝোতা, আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক আইন অনুসারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের জলাধিকার সনদ কিংবা আন্তর্জাতিক পানি আইনের দৃষ্টান্তগুলো কাজে লাগানো যেতে পারে।

ড্যাম প্রকল্পগুলো শুধু প্রযুক্তি বা অর্থনীতির বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে পরিবেশ, জলবায়ু, নদী বাস্তুতন্ত্র এবং কোটি মানুষের জীবন। ব্রহ্মপুত্রের পানিপ্রবাহ কমে গেলে কৃষি ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে, গ্রামীণ অর্থনীতি ধসে যাবে, পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। এ কারণেই বাংলাদেশের উচিত একটি শক্তিশালী জাতীয় জলনীতি প্রণয়ন করা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময় বাড়ানো এবং নিজেদের স্বার্থ সুরক্ষায় আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সক্রিয় ভূমিকা রাখা।

ব্রহ্মপুত্র আমাদের শুধু নদী নয়, আমাদের অস্তিত্বের প্রতীক। তাই উজানের ড্যাম যদি মানুষের কল্যাণ, পরিবেশের ভারসাম্য ও নদীর প্রাকৃতিক গতিশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তবে সেটি কখনো সত্যিকারের “সেরা” হতে পারে না। বাংলাদেশের জন্য এখন সময় সচেতন কূটনীতি, আন্তর্জাতিক সমঝোতা এবং নদী সংরক্ষণের শক্ত পদক্ষেপ নেওয়ার। অন্যথায় প্রতিবেশী শক্তিধরদের “সর্বকালের সেরা” ড্যাম আমাদের জন্য ভয়াবহ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে।

লেখক : শিক্ষক ও প্রাবন্ধিক।