শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

ডাকসু নির্বাচন: বিকাল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৭০ শতাংশের বেশি

মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

প্রিন্ট করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার বিকাল ৩টার দিকে সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপাচার্য সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও জানান, বিকাল ৪টার পরও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাদের ভোট নেওয়া হবে।

এ সময় উপচার্য ডাকসু নির্বাচনে স্বচ্ছতার ঘাটতি নেই বলেও দাবি করেন।

উপাচার্য বলেন, ‘কার্জন হলে ভুলক্রমে একটি ছোট সমস্যা হয়েছে। তার জন্য আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। তবুও এই ঘটনার আমরা পুনরায় তদন্ত করে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেব।’

এদিকে কার্জন হলে এক ভোটারকে দুটি ব্যালট দেওয়ার ঘটনায় সেখানকার পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে উপাচার্য বলেন, ‘এখানেও আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’