শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

এল‌ইডি স্কিনে দেখা যাচ্ছে ভোট গণনা

মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

প্রিন্ট করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সেই সঙ্গে এই ভোট গণনা দেখা যাচ্ছে সরাসরি এল‌ইডি স্কিনে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোট গণনা গুরু হ‌ওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রেগুলোতে এল‌ইডি স্কিনে এই ভোট গণনা দেখানো হয়।

প্রথমবারের মতো ভোট গণনা সরাসরি এল‌ইডি স্কিনে দেখানোর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, এইবারের ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো অনেক বিষয় ঘটছে। যেমন: ভোট কেন্দ্রের ফলাফল গণনার সময় ডিসপ্লের মাধ্যমে সরাসরি দেখা‌ যাবে। প্রথমবারের মতো চল্লিশ হাজার শিক্ষার্থী ভোটার ভোট দিবেন। তাছাড়া ৮১০টি বুথ রয়েছে কিন্তু সাধারণ আগের নির্বাচনে ২০০-২৫০টি বুথ ছিল। রিটার্নিং কর্মকর্তাদের ব্যাপারে কোন ধরনের অভিযোগ নেই। এদিকে এমন শিক্ষকদের দায়িত্ব দিয়েছে যাদের গ্রহণযোগ্যতা সবার কাছে রয়েছে। তাছাড়া প্রার্থীদের নিয়ে কেন্দ্রীয়ভাবে বিতর্কের আয়োজন করা হয়েছে।

প্রশাসনের এমন সিদ্ধান্তও শিক্ষার্থীরা ইতিবাচকভাবে দেখছেন। শিক্ষার্থীরা বলেন, এই এল‌ইডি স্কিনে সরাসরি ভোট গণনা দেখানোর মাধ্যমে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত হবে। প্রশাসনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।