বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

‘ইসরাইলের বন্ধু’ চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে যা বললেন নেতানিয়াহু

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রে ডানপন্থি রাজনীতির পরিচিত মুখ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘তিনি (কার্ক) সত্য বলার ও স্বাধীনতা রক্ষার কারণে খুন হয়েছেন’। খবর আল জাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে নেতানিয়াহু লেখেন, কার্ক ইসরাইলের একজন সিংহ-হৃদয় (লায়ন-হার্টেড) বন্ধু, তিনি মিথ্যার বিরুদ্ধে লড়েছেন এবং জুডিও-খ্রিস্টান সভ্যতার পক্ষে অবিচল ছিলেন।’

তিনি লেখেন, ‘মাত্র দুই সপ্তাহ আগে আমি তাঁর সঙ্গে কথা বলেছি এবং তাকে ইসরাইল সফরের আমন্ত্রণ জানিয়েছি। দুর্ভাগ্যবশত, সেই সফর আর হবে না।’

তিনি আরও লেখেন, ‘আমেরিকার প্রতি তার সীমাহীন গর্ব এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতি তার সাহসী বিশ্বাস দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।’

এর আগে স্থানীয় সময় বুধবার (১০ সেপ্টেম্বর) আমেরিকার উটা ভ্যালি ইউনিভার্সিটি চত্বরে ভাষণ দেওয়ার সময় গুলিতে নিহত হন চার্লি কার্ক।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয় চত্বরে একটি ছোট তাঁবুর নীচে বসে আছেন চার্লি। তখনই গুলির বিকট শব্দ। চেয়ার থেকে ছিটকে পড়ে যান তিনি। মুহূর্তে দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে যেদিকে পারে পালাতে শুরু করে। চার্লির গলায় গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিবিসি জানিয়েছে, এখনো দুষ্কৃতকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

চার্লির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ‘কিংবদন্তি, চার্লি কার্ক আর নেই। যুক্তরাষ্ট্রের তরুণদের হৃদয়কে চার্লির মতো আর কেউ এতটা বোঝেনি বা অনুভব করেনি। তিনি সবার কাছেই প্রিয় ও শ্রদ্ধেয় ছিলেন, বিশেষ করে আমার কাছে, আর এখন তিনি আর আমাদের মাঝে নেই। মেলানিয়া এবং আমি তার স্ত্রী এরিকা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। চার্লি, আমরা তোমাকে ভালোবাসি!’