শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা, রাশিয়ার ভ্যাকসিনে আশার আলো

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫

প্রিন্ট করুন

রাশিয়া ঘোষণা করেছে যে, তাদের পরীক্ষামূলক ক্যানসার ভ্যাকসিন ‘এন্টারমিক্স’ (Enteromix) প্রি ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে। এই অগ্রগতি ক্যানসারের মতো প্রাণঘাতী রোগের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে গবেষকরা আশা প্রকাশ করছেন।

ভ্লাদিভোস্টকে অনুষ্ঠিত ইস্টার্ন ইকোনমিক ফোরামে রাশিয়ার ফেডারেল মেডিক্যাল-বায়োলজিক্যাল এজেন্সি (FMBA)-এর প্রধান ভেরোনিকা স্কভোর্তসভা জানান, ভ্যাকসিনটি এখন ‘ব্যবহারের জন্য প্রস্তুত’, তবে তা সরকারি অনুমোদনের উপর নির্ভর করবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের গবেষণার পর গত তিন বছরের বাধ্যতামূলক প্রিক্লিনিক্যাল পরীক্ষায় ভ্যাকসিনটি ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত টিউমার হ্রাস করেছে এবং পরীক্ষিত প্রাণীদের বেঁচে থাকার হারও বৃদ্ধি পেয়েছে।

প্রাথমিকভাবে লক্ষ্য কোলোরেক্টাল ক্যানসার

প্রতিবেদনে বলা হয়েছে, এন্টারমিক্স মূলত কোলোরেক্টাল ক্যানসারের জন্য তৈরি হলেও গবেষকরা গ্লিওব্লাস্টোমা (অত্যন্ত আক্রমণাত্মক মস্তিষ্কের ক্যানসার) এবং মেলানোমা, এমনকি বিরল চোখের মেলানোমার জন্যও আলাদা সংস্করণ উন্নয়ন করছেন।

কিছু গণমাধ্যম দাবি করেছে, পরীক্ষায় ভ্যাকসিনটি শতভাগ কার্যকর প্রমাণিত হয়েছে। তবে নিউজউইক জানিয়েছে, তারা এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

এফএমবিএ এখনো মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল বা ভ্যাকসিনটির ব্যাপক প্রাপ্যতা নিয়ে কোনো সময়সূচি ঘোষণা করেনি। তবে স্কভোর্তসভার বক্তব্য ইঙ্গিত দেয় যে, রাশিয়া শিগগিরই অনুমোদন প্রক্রিয়ার দিকে এগোতে পারে।