বাংলাদেশি-আমেরিকান মেরী জোবায়দা নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬-এর আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এস্টোরিয়ার ডাচ কিলস পার্কে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিপুল সংখ্যক সমর্থক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে তিনি প্রার্থীতার ঘোষণা দেন।
অনুষ্ঠানে মূলধারার রাজনীতিবিদসহ দক্ষিণ এশীয় কমিউনিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রবীণ প্রবাসী আবুল কালাম, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪-এর ডেমোক্র্যাট প্রার্থী মাহতাব খান, বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের সভাপতি জয়নাল আবেদীন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মইনুর রহমান চৌধুরী, সৈয়দ আল আমীন রাসেলসহ অসংখ্য নেতা মেরী জোবায়দার প্রার্থীতাকে সমর্থন জানান।
এছাড়া, ভারতীয় শিখ কমিউনিটির নেতা জাপরেত সিং, আমেরিকান কমিউনিটি হারলেমের লিডার জুলিয়ান সেজুরা, ইউনিয়ন লিডার রবার্ট রেমস, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম এবং টিবিএন-২৪ এর ভাইস প্রেসিডেন্ট এ এফ এম মিসবাহুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহসভাপতি জাবেদ উদ্দিন ও মেরী জোবায়দার কমিউনিকেশন ডিরেক্টর জেমস কর্জা।
মেরী জোবায়দা তার বক্তব্যে বলেন, নিউইয়র্ক সিটি ডেমোক্র্যাটদের সিটি, অভিবাসীদের সিটি। সবাই মিলে আমাদের এই সিটিকে সুন্দর করতে হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং নির্বাচনী এজেন্ডা বাস্তবায়নে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে কুইন্সসহ নিউইয়র্ক সিটির বিভিন্ন বরো থেকে বিপুলসংখ্যক বাংলাদেশি-আমেরিকান ও দক্ষিণ এশীয় প্রবাসী উপস্থিত ছিলেন। প্রবাসী গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যেও ছিলেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান এবং সাপ্তাহিক ঠিকানা’র বার্তা সম্পাদক শহীদুল ইসলাম।