ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো বুধবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।
সংবাদামাধ্যম আল-মায়াদিন ইসরাইলের স্থানীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে জানিয়েছে, বুধবার বিকেলে ইয়েমেনি ভূমি থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় অধিকৃত ভূখণ্ডের (ইসরাইল) দিকে।
তবে এ বিষয়ে সংবাদমাধ্যমকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এর আগে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী মঙ্গলবার সন্ধ্যায় ইসরাইলি লক্ষ্যবস্তুতে দুটি সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছিল। এ হামলায় অধিকৃত জাফায় একটি সংবেদনশীল স্থাপনা ও দক্ষিণ অধিকৃত ফিলিস্তিনের উম্ম আল-রাশরাশ (আইলাত) এলাকার রামন বিমানবন্দরে আঘাত হানা হয়।