নিউইয়র্কে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন প্রবাসী মাসুম চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিউইয়র্ক স্থানীয় সময় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাসায় হার্ট অ্যাটাক হলে তাঁকে দ্রুত এলমাস্ট হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আশির দশকে আমেরিকায় পাড়ি জমানো মাসুম চৌধুরী সিলেট জেলার ওসমানীনগর উপজেলার সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সিলেট শহরের তাতিপাড়ার বাসিন্দা মৌলভী আহসান চৌধুরীর ছোট ছেলে। বিনয়ী, ভদ্র ও পরোপকারী স্বভাবের জন্য প্রবাসী মহলে সকলের প্রিয়পাত্র ছিলেন তিনি।
তাঁর অকালপ্রয়াণে পরিবার, আত্মীয়স্বজন এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা ও দাফনের সময় ও স্থান পরে জানানো হবে। একইসঙ্গে মরহুমের আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।