বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

ট্রাম্প আসছিলেন, তাই আটকে দেওয়া হলো ম্যাক্রোঁর গাড়ি

বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্কের রাস্তায় গাড়িবহর নিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। পুলিশি বাধা থেকে মুক্ত হতে সরাসরি ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

গার্ডিয়ানসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, তখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর যাচ্ছিল। তার নিরাপত্তা নিশ্চিত করতেই আটকে দেওয়া হয় অন্যান্য সড়ক। এ সময় অন্যান্যদের মতো আটকা পড়েন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁও। নিরাপত্তা বাহিনীর সদস্যদের মন গলাতে বন্ধু ট্রাম্পকে ফোন করেন ম্যাক্রোঁ। এরপর অবশ্য খুলে দেওয়া হয় রাস্তা। তবে গাড়ি নিয়ে নয়, বাকি পথ হেঁটেই এগোতে হয়েছে ম্যাক্রোঁকে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষ্যে বহু দেশের রাষ্ট্রপ্রধানরা অবস্থান করছেন নিউইয়র্কে। তাই নিরাপত্তা নিশ্চিতে কড়াকড়ি চলছে শহরজুড়ে।