বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

গাজায় আবারও ইসরাইলি হামলায় প্রাণ গেল ১৫ জনের, বেশিরভাগই শিশু

বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫

প্রিন্ট করুন

গাজায় ইসরাইলি বাহিনীর বিমান ও স্থল হামলায় বুধবার (২৪ সেপ্টেম্বর) অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই শিশু বলে জানিয়েছে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বিভাগ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপিকে দেওয়া এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল জানান, ইসরাইলি বাহিনী গাজা সিটিজুড়ে বাড়িঘর ও আশ্রয়কেন্দ্রে বোমাবর্ষণ চালায়। এতে শহরের কেন্দ্রস্থলে আশ্রয় নেওয়া বহু মানুষ হতাহত হন।

বাসসাল বলেন, গাজার মিউনিসিপ্যালিটির একটি গুদামঘর ও ফিরাস মার্কেটে বাস্তুচ্যুতদের টেন্টে তিন দফা বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু। এছাড়া আহত হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। আল-সাহাবা স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্টে হামলায় দুইজন এবং আল-ইয়ারমুক মার্কেট এলাকায় আরও একজন নিহত হয়েছেন বলে জানান তিনি। মধ্য গাজায় নুসেইরাত এলাকায় একটি বাড়িতে হেলিকপ্টার হামলায় চারজন নিহত হন। একই এলাকার উত্তরাংশে এক বাসভবনে বিমান হামলায় আরও একজনের মৃত্যু হয়।

প্রায় দুই বছরের অভিযানে ইসরাইলি সেনারা এখন পর্যন্ত ৬৫ হাজার ৩৮২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজা সিটিতে চালানো ইসরাইলি অভিযানের মধ্যেই জাতিসংঘের এক তদন্তে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। তদন্তে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা এ অপরাধে প্ররোচনা দিয়েছেন।

তবে ইসরাইল এই তদন্তের ফলাফল প্রত্যাখ্যান করে বিকৃত ও মিথ্যা হিসেবে অভিহিত করেছে।

গত কয়েক মাসে গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যে গত মাসে জাতিসংঘের সহযোগী একটি সংস্থা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, গাজার কিছু অংশে দুর্ভিক্ষ পরিস্থিতি বিরাজ করছে।