শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি কে এই ড. সালেহ বিন হুমাইদ

শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

প্রিন্ট করুন

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি এবং সিনিয়র উলামা পরিষদের চেয়ারম্যান হিসেবে শেখ ড. সালেহ বিন আবদুল্লাহ আল-হুমাইদকে নিয়োগ দিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। এর আগে গ্র্যান্ড মুফতি শেখ আবদুলআজিজ বিন আবদুল্লাহ আল-শেখ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মৃত্যুবরণ করলে তার উত্তরসূরি হন ড. সালেহ বিন হুমাইদ।

ড. সালেহ বিন হুমাইদ মুসলিম বিশ্বে অন্যতম শ্রদ্ধেয় আলেম হিসেবে পরিচিত। তিনি চার দশকেরও বেশি সময় ধরে মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতি বছর হজের সময় আরাফার মসজিদে নামিরায় খুতবা দেওয়ার জন্যও তিনি বেশ পরিচিত।

পাশাপাশি তিনি ১৯৯৩ সাল থেকে সৌদি আরবের মজলিস আশ-শুরার (পরামর্শ কাউন্সিল) সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এক সময় এ পরিষদের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ড. সালেহ বিন হুমাইদ ১৯৪৯ সালে কাসিম প্রদেশের বুরাইদায় জন্মগ্রহণ করেন। তিনি অল্প বয়সেই কুরান মুখস্থ করেন। পরবর্তীতে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ইসলামি শিক্ষা গ্রহণ করেন এবং ফিকহ ও উসুলুল ফিকহে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ক্যারিয়ারে তিনি গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন—দুই পবিত্র মসজিদের বিষয়ক সাধারণ সভাপতির উপ-সভাপতি, শুরা পরিষদের চেয়ারম্যান এবং রয়েল কোর্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখযোগ্যভাবে, ১৯৮৪ সালে নিয়োগের সময় শেখ সালেহ ছিলেন মসজিদুল হারামের প্রথম ইমাম যিনি ডক্টরেট ডিগ্রিধারী ছিলেন।

ড. সালেহ ইসলামি ফিকহ, পারিবারিক জীবন এবং সমসাময়িক নানা বিষয়ে অসংখ্য গবেষণা ও বই লেখেছেন। তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থের মধ্যে রয়েছে— ‘রাফ’ আল-হারাজ ফি আশ-শারিয়াহ আল-ইসলামিয়াহ (ইসলামি শরিয়তে কষ্ট দূরীকরণ)’, ‘দ্য হ্যাপি ফ্যামিলি’ এবং ‘কমপ্রিহেন্সিভ জুরিসপ্রুডেন্স ফর কনটেম্পরারি ইস্যুস’।

তিনি ২০১৬ সালে ইসলাম সেবায় কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।

নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে শেখ সালেহ সিনিয়র উলামা পরিষদ এবং স্থায়ী গবেষণা ও ফতোয়া কমিটির নেতৃত্ব দেবেন। তিনি ফতোয়া প্রদান ও ধর্মীয় বক্তব্যকে দিকনির্দেশনা দেবেন।