বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

শিরোনাম

সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি হামলা ‘সামুদ্রিক সন্ত্রাসবাদ’ : হামাস

বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫

প্রিন্ট করুন

ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে উপত্যকাটির প্রতিরোধ আন্দোলন হামাস। এ ঘটনাকে বেসামরিক জনগণের বিরুদ্ধে ‘জলদস্যুতা’ ও ‘সামুদ্রিক সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যা দিয়েছে সশস্ত্র সংগঠনটি।

এক বিবৃতিতে হামাস বলছে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থামিয়ে স্বেচ্ছাসেবকদের—যাদের মধ্যে সাংবাদিক ও ত্রাণকর্মীরাও আছেন—আটক করে ইসরাইলি বাহিনী ‘একটি বিশ্বাসঘাতকতাপূর্ণ আগ্রাসনের ঘটনা’ ঘটিয়েছে।

এতে আরও বলা হয়েছে, ইসরাইল মানবিক মিশনে থাকা বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু বানিয়েছে, যা ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ এবং এতে ‘বিশ্বব্যাপী ক্ষোভ আরও বৃদ্ধি পাবে’।

এছাড়া ‘আইনি ও নৈতিক দায়িত্ব’ পালন করে এসব ত্রাণবাহী নৌযানকে সুরক্ষা দেওয়ার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।

এরইমধ্যে ফিলিস্তিনের গাজার জলসীমায় ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি জাহাজ প্রবেশ করেছে। এছাড়া অন্তত ২৩টি ত্রাণবাহী নৌযান গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ‘মিকেনো’ নামের একটি জাহাজ ইতোমধ্যে গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। তবে সেটি ইসরাইলি বাহিনী আটক করেছে কিনা- তা এখনো স্পষ্ট নয়।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। বর্তমানে বহরটিতে ৪০টি বেশি নৌযান রয়েছে।

এই নৌবহরের ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরাইল। যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। যাত্রাপথে কোনো বাধা না পেলে নৌবহরটির স্থানীয় সময় আজ (বৃহস্পতিবার) সকালেই গাজায় পৌঁছানোর কথা ছিল।