রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

শিরোনাম

অন্যের ঘাড়ে দায় চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস: ভারত

শনিবার, অক্টোবর ৪, ২০২৫

প্রিন্ট করুন

খাগড়াছড়িতে সহিংসতায় পাশের দেশের ইন্ধন থাকার যে অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টা করেছেন, এর প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘অন্যের ঘাড়ে দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাসে পরিণত হয়েছে।’

গতকাল শুক্রবার দিল্লিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করছি। আপনারা জানেন এবং আমরা বিভিন্ন সময়ে এটা নিয়ে কথা বলেছি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা বজায় রাখতে অক্ষম।’

তিনি আরও বলেন, ‘তাদের জন্য ভালো হবে, যদি তারা আত্মানুসন্ধান করে এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে।’

গত ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সদর উপজেলায় মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ নিয়ে জেলা জুড়ে চলে সহিংসতা। গুলিতে তিনজনের মৃত্যু হয়।

এরই মধ্যে খাগড়াছড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ার পেছনে পাশের দেশের ইন্ধন থাকার অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গত ২৯ সেপ্টেম্বর ঢাকায় এক সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেছিলেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র, টাকার জোগান দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে তাদের এই পরিকল্পনা এবং বক্তব্য আসছে ভারতের যেন প্রদেশ হিসেবে নিয়ে যাওয়া হয়।

এই বক্তব্যে সমর্থন জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ভাই কিন্তু একটা সত্য প্রশ্ন করেছেন, ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটাচ্ছে। এটা যেন ঘটাতে না পারে সে ব্যাপারে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি।’