মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সোমবার সকালে ইসরাইলে পৌঁছাবেন এবং পৌঁছে সরাসরি যাবেন ইসরাইলি পার্লামেন্ট নেসেটে—এমন তথ্য জানিয়েছে ইসরাইলের চ্যানেল ১২ টেলিভিশন নেটওয়ার্ক।
শুক্রবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করবেন, যেখানে তার জন্য আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠান আয়োজন করা হবে।
বিমানবন্দর থেকে সরাসরি তিনি যাবেন জেরুজালেমে নেসেটে, যেখানে সোমবার সন্ধ্যায় শুরু হতে যাওয়া সিমহাত তোরাহ উৎসবের আগে তিনি ভাষণ দেবেন।
ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি স্বাক্ষরের পর এই সফরের আয়োজন করা হয়।
চ্যানেল ১২ জানায়, সফরটি হবে সংক্ষিপ্ত। নেসেটে ভাষণ শেষে ট্রাম্প সরাসরি বিমানবন্দরে ফিরে যাবেন এবং দেশ ছাড়বেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সফরটি আগের পরিকল্পনার চেয়ে সংক্ষিপ্ত হচ্ছে, কারণ ট্রাম্প রোববার নয়, সোমবার পৌঁছাবেন—সফরের স্বল্প সময়ের প্রস্তুতিজনিত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদি প্রতিবেদনটি সঠিক হয়, তবে ট্রাম্প তেলআবিবের ‘হোস্টেজেস স্কয়ারে’ যাওয়ার সময় পাবেন না, যদিও হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারের পক্ষ থেকে সেখানে তার উপস্থিতির প্রত্যাশা ছিল।