মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি। এ সময় পুতিনেরর কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সরাসরি বার্তা পৌঁছে দেন তিনি।
এক প্রতিবেদনে প্রেস টিভি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাশিয়া সফরে যান লারিজানি। তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের পদের পাশাপাশি খামেনির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক উন্নয়ন এবং আন্তর্জাতিক বিষয়াদিসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
গত সপ্তাহে পুতিন বলেছিলেন, ইসরাইলি কর্তৃপক্ষ তাকে ইরানকে এই বার্তা দিতে বলেছে যে তারা তেহরানের সাথে আর সংঘর্ষ চায় না এবং উত্তেজনাও কমাতে চায়।
তিনি বৃহস্পতিবার দুশানবেতে মধ্য এশিয়া-রাশিয়া শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বলেন, আমরা ইসরাইলের সাথে আস্থাভিত্তিক যোগাযোগ অব্যাহত রেখেছি এবং ইসরাইলি নেতৃত্বের কাছ থেকে আমাদের ইরানি বন্ধুদের কাছে এই বার্তা পৌঁছে দেয়ার জন্য অনুরোধ পেয়েছি যে, ইসরাইল সমস্যা সমাধানে আগ্রহী এবং দৃঢ়প্রতিজ্ঞ। তারা কোনো ধরনের সংঘর্ষে আগ্রহী নয়।