কারো অন্যায় চাপের কাছে নির্বাচন কমিশন (ইসি) নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘আমাদের একটাই মেসেজ আপনাদের কাছে ডিসেমিনেট করতে চাই। কোনো প্রেসারের কাছে নতি স্বীকার করবেন না। কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী অটল থাকবেন।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআিই) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না। অন্যায় কোনো হুকুম দেব না।
আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে বা আপনারা সেটা পালন করবেন।’তিনি আরো বলেন, ‘যে ধরনের কাজের দায়িত্ব পড়ুক না কেন সেটা আপনারা আইনসম্মতভাবে, নিউট্রালি, প্রফেশনালি কাজ করবেন। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমাদের দেশের এই দুরবস্থার একটা মূল কারণ হলো—আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই।
যে জাতি আইনের প্রতি যত বেশি শ্রদ্ধাশীল সেই জাতি তত সভ্য বলে আমরা মনে করি। নির্বাচন সমন্বয়ের দায়িত্বটা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জানিয়ে সিইসি বলেন, ‘আমরা চাই সর্বস্তরের আইন মেনে চলব, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব। আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের দায়িত্ব পালন করবেন। নির্বাচনের মধ্যে সমন্বয়টা একটা বড় জিনিস। এ সমন্বয়ের দায়িত্বটা মূলত আপনাদের ওপরে নির্ভর করে।
তিনি বলেন, ‘উপজেলা পর্যায়ে সমন্বয়টা আপনারাই করে থাকেন। সুতরাং নির্বাচনের সময়ও এ সমন্বয়টা খুবই জরুরি। কোনো ক্রাইসিস হলে শুরুতেই যেন ট্যাকেল করা যায় সে চেষ্টা আপনারা নেবেন। সবকিছু শেষ হওয়ার পরে তখন দেখবেন যে আর কেউ নেই, সবাই মারামারি করে ভোটের কেন্দ্র দখল করে, বাক্স দখল করে বাড়ি চলে গেছে। আর আপনি গিয়ে হাজির হলেন সেটা যাতে না হয়। এটা আপনাদেরকে এনসিওর করতে হবে।

