মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

শিরোনাম

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথে বিক্ষোভ, ট্রেনে হামলা

সোমবার, অক্টোবর ২৭, ২০২৫

প্রিন্ট করুন

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলওয়ে জংশন অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে ভৈরব রেলওয়ে জংশনে তারা লাল কাপড় ও ব্যানার হাতে নিয়ে ‘ভৈরবকে জেলা চাই’ স্লোগান দিতে থাকেন।

এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন ভৈরব স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা ট্রেনটি আটকে দেন এবং প্ল্যাটফর্মে বিক্ষোভ শুরু করেন। তারা ট্রেনের সামনে বসে পড়ে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-কিশোরগঞ্জ রুটের রেল যোগাযোগ বন্ধ করে দেন। পরে বিক্ষোভকারীরা ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করেন। রেলওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। জেলার দাবিতে বেশ কিছু দিন ধরে উত্তাল রয়েছে কিশোরগঞ্জের ভৈরব।

অবরোধ চলাকালে কয়েকজন যাত্রী আহত হন এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট ট্রেনটি আটকে থাকে। উত্তেজিত জনতার ভয়ে যাত্রীরা কথা বলতে রাজি হননি। পরে সকাল ১১টা ৪০ মিনিটে ভৈরব স্টেশন ছেড়ে যায় উপকূল এক্সপ্রেস। বর্তমানে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এ আন্দোলনে ভৈরবের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আন্দোলনের দাবির প্রতি সমর্থন জানালেও ট্রেন আটকানো ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্দোলনকারীদের দাবির যৌক্তিকতা রয়েছে। উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। হামলার ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।