ইতালিতে পর্বতারোহণের সময় তুষার বরফ ধসে ৫ জার্মান পর্বতারোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ১৭ বছর বয়সি এক কিশোরী ও তার বাবা।
উদ্ধারকর্মীরা জানান, শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ওর্টলার আল্পস অঞ্চলের চিমা ভারতানা পর্বত আরোহণের সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিন পর্বতারোহীর একটি দল পুরোপুরি তুষারের নিচে চাপা পড়ে মারা যান।
অন্যদিকে, পৃথক একটি দলে থাকা বাবা ও মেয়ে তুষারধসের তোড়ে ভেসে যান। প্রাণে বেঁচে যান আরেকটি দলের দুই পর্বতারোহী। তারা জরুরি বিভাগকে খবর দিলে শুরু হয় উদ্ধারকাজ।
স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) সন্ধ্যার আগেই তিনজনের লাশ উদ্ধার করা সম্ভব হয়। পরে রোববার (২ নভেম্বর) সকালে উদ্ধার করা হয় বাবা-মেয়ের লাশ।


