মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

শিরোনাম

পেশোয়ারে পুলিশ স্টেশনে বিস্ফোরণে পুলিশ সদস্য নিহত, আহত ২

সোমবার, নভেম্বর ৩, ২০২৫

প্রিন্ট করুন

রবিবার (৩ নভেম্বর) পেশোয়ারের ইউনিভার্সিটি রোডে অবস্থিত কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) পুলিশ স্টেশনে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে একজন পুলিশ কর্মকর্তা নিহত এবং দুজন আহত হয়েছেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, স্টেশনের ভেতরে রাখা বিস্ফোরক থেকেই বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের পরমুহূর্তেই একটি বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং গুদামের অংশেও দ্রুত ছড়িয়ে পড়ে।

সিটি পুলিশের প্রধান (সিসিপিও) মিয়াঁ সায়িদ জানিয়েছেন, বিস্ফোরণের প্রভাবে স্টেশনের একটি অংশ ধসে পড়েছে। একজন কর্মকর্তা নিহত হয়েছেন।

বিস্ফোরণের পর পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আহত কর্মকর্তাদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উদ্ধারকারী দল যখন ধ্বংসস্তূপ সরাচ্ছিল তখন ধোঁয়ার কুণ্ডলী স্টেশনের ওপরের দিকে উঠছিল।