বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

শিরোনাম

মামদানির জয়ে যেভাবে প্রভাব রেখেছে বলিউড

বুধবার, নভেম্বর ৫, ২০২৫

প্রিন্ট করুন

বিজয় সমাবেশে জোহরান মামদানি যখন ভাষণ শেষ করেছেন তখনই ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে বলিউডের জনপ্রিয় গান ‘ধুম মচালে’। গানটি শোনা মাত্রই ব্রকলিনের উৎসবে উপস্থিত দর্শক-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নিউইয়র্কের মেয়র নির্বাচনে বলিউডের অবদান কতটা তা এটা থেকেই বোঝা যায়।

শুধু তাই নয়, জোহরান মামদানির প্রচারণার পোস্টারগুলো বলিউড সিনেমা থেকে অনুপ্রাণিত ছিল। পোস্টারের ডিজাইনার অনীশ ভূপাথি দ্য হলিউড রিপোর্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। ভূপাথি জানিয়েছেন, কয়েকটি পোস্টার খোদ মামদানিই নাকি পাঠিয়েছিলেন।

ভূপাথি বলেন, ‘জোহরান বলিউড পোস্টার থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা বলেছিলেন। কিছু পোস্টারও পাঠিয়েছিলেন। এগুলোর মধ্যে টাইপোগ্রাফি ছিল বেশ এক্সপ্রেসিভ। রঙ হিসেবে প্রচুর হলুদ আর লাল ব্যবহৃত হত। আমরা চেয়েছিলাম প্রচারণার ভিজ্যুয়ালগুলো যেন একেবারেই আলাদা হয় এবং দক্ষিণ এশীয় পরিচয়টাকে তুলে ধরে।’

প্রচারণার ডিজাইনে ব্যবহৃত হয়েছে সাহসী ফন্ট, ছায়া প্রভাব, এবং উজ্জ্বল রঙের মিশ্রণ—রয়্যাল ব্লু, ক্র্যানবেরি রেড আর মেরিগোল্ড ইয়েলো। কেন্দ্রবিন্দুতে ছিল কাস্টম-তৈরি সেরিফ ফন্টে বড় হরফে লেখা ‘ZOHRAN’। যা ক্লাসিক হিন্দি মুভির পোস্টার শিল্প থেকে অনুপ্রাণিত।

ভূপাথি বলেন, ‘Boheld’ নামের একটি ফন্ট দিয়ে শুরু করি আমরা। এতে Z অক্ষরটি ছিল খুব সুন্দর। সেই Z-কে কেন্দ্র করে পুরো টাইপফেসটি জোহরানের জন্য মানিয়ে নেই। তাতে শেড যোগ করি। আমরা চেয়েছিলাম প্রচলিত রাজনৈতিক ফন্টের বাইরে কিছু তৈরি করতে।’

গত জুনে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করার পর থেকেই মামদানি তার প্রচারণায় বলিউডের গল্প বলার কৌশল ব্যবহার করেছিলেন। বিশেষ করে অভিবাসী ও শ্রমজীবী ভোটারদের কাছে পৌঁছাতে।

একটি প্রচারণা ভিডিওতে তিনি ১৯৭৫ সালের দিওয়ার চলচ্চিত্রে অমিতাভ বচ্চনের বিখ্যাত সংলাপটি নতুনভাবে উপস্থাপন করেন, ‘আজ আমার কাছে বিল্ডিং আছে, প্রপার্টি আছে, বাংলো আছে, ব্যাংক ব্যালান্স আছে, গাড়ি আছে। তোমার কাছে কী আছে?’

মূল সংলাপের জবাব শোনার আগেই ভিডিও কেটে যায়—দেখা যায় মামদানি নিজেই শাহরুখ খানের স্টাইলে হাত ছড়িয়ে হেসে বলছেন, ‘আপ।’ অর্থাৎ তোমরাই আছো। এছাড়া তার প্রচারণার অন্য ভিডিওগুলোতেও ওম শান্তি ওম ও কার্জ–এর মতো জনপ্রিয় বলিউড সিনেমার দৃশ্য ব্যবহার করে ভোটারদের র‍্যাঙ্কড-চয়েস ভোটিং বোঝানো হয়েছে।

জোহরান মামদানি আজ ইতিহাস গড়েছেন। নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম ও সবচেয়ে কমবয়সী মেয়র হিসেবে জায়গা করে নিয়েছেন। মামদানি উগান্ডার প্রখ্যাত শিক্ষাবিদ মাহমুদ মামদানি এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের পুত্র। মীরা নায়ার Monsoon Wedding এবং The Namesake–এর মতো ক্লাসিক সিনেমার জন্য পরিচিত।

মঙ্গলবার নির্বাচনে জয়ের পর তার প্রচারণা যেন পূর্ণতা পায় তাই সমর্থকদের উল্লাসের মাঝে বাজতে থাকে ২০০৪ সালের বলিউড হিট ধুম সিনেমার শিরোনাম গান। মামদানি হাত নেড়ে ভিড়ের দিকে হাসেন, তারপর গিয়ে আলিঙ্গন করেন তার স্ত্রী রামা দুয়াজিকে।