বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

শিরোনাম

৫ দল নিয়ে হবে এবারের বিপিএল

বুধবার, নভেম্বর ৫, ২০২৫

প্রিন্ট করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের জন্য পাঁচ দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গুলশানের নাভানা টাওয়ারে মঙ্গলবার রাতে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানাও চূড়ান্ত করা হয়।

রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের নিয়ন্ত্রণাধীন টগি স্পোর্টস। নাবিল গ্রুপ পেয়েছে রাজশাহীর মালিকানা। ট্রায়াঙ্গাল সার্ভিসকে দেওয়া হয়েছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেট উইথ সামি পেয়েছেন সিলেট। ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।

তাতে বাদ পড়েছে দেশ ট্রাভেলস (রাজশাহী), আকাশবাড়ী হলিডেজ (বরিশাল) এবং এসএস গ্রুপ টেন টুয়েলভ স্পোর্টস (কুমিল্লা ফাইটার্স নামের আগ্রহী প্রতিষ্ঠান)।

তাদের বাদ পড়ার বিষয়ে ব্যাখ্যা দিয়ে গভর্নিং কাউন্সিল জানায়, জমা দেওয়া কাগজপত্র চূড়ান্ত মূল্যায়নে সন্তুষ্ট করতে পারেনি। আর্থিক সক্ষমতা ও স্বচ্ছতার বিষয়ে কোনো ছাড় দেওয়া হয়নি। লিগ্যাল টিমের নিরীক্ষায়ও বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে।

সভা শেষে সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বলেন, ‘চুলচেরা বিশ্লেষণ করে অর্থনৈতিক স্বচ্ছতা এবং অন্যান্য বিষয় দেখে এই পাঁচটা দল আমরা চূড়ান্ত করতে পেরেছি।’

আগামী পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা দেওয়া হচ্ছে। দলগুলোর সঙ্গে আলোচনা করে নাম ঠিক করা হবে। বুধবার থেকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি না পেলে তাদের ড্রাফটে অংশ নিতে দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত হয়েছে।