নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন চাইনিজ রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাষ্ট্র শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সোলাইমান ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভা যৌথভাবে সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।
সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি নিয়াজ আহমেদ জুয়েল, শামসুল ইসলাম মঞ্জু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, আবুল বাশার খাইরুল, নাসিম আহমেদ, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, এটিএম হেলালুর রহমান, সোহরাওয়ার্দী জাহাঙ্গীর, মোস্তাক আহমেদ, আবুল কালাম, ইউসুফ আলী, সাইফুল ইসলাম, মির্জা আজম, আজিজুল বারী তিতাস, অ্যাডভোকেট রেজওয়ানা রাজ্জাক সেতু,অ্যাডভোকেট শাহনাজ পারভীন জোসনা, যুবদল নেতা মশিউর রহমান রুবেল, জাহিদ হোসেন সুমন প্রমুখ।
বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার জন্য বিএনপি’র সকল স্তরের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে কাজ করবেন। অধিকাংশ বক্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে যুক্তরাষ্ট্র বিএনপির জন্য একটি সমন্বয় কমিটি গঠনের আবেদন করেন।
বক্তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতা ঘোষণার পর জনগণ স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করে। ৭৫ পরবর্তী ঘটনায় তিনি রাষ্ট্র পরিচালনার সুযোগ পান এবং একটি আধুনিক বাংলাদেশ গঠনের কাজ শুরু করেছিলেন। কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও বাংলাদেশকে আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়। কিন্তু দুঃখজনক হলেও গত ১৬ বছরে দমননীতি ও স্বৈরাচারী শাসনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গত আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসককে দেশ থেকে প্রস্থানের পথে ঠেলা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবেন। তাই আগামী নির্বাচনে সকল স্তরের নেতাকর্মীকে ‘ধানের শীষ’ প্রতীকে কাজ করার আহ্বান জানাই।”
সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবদলের নেতা মোহাম্মদ কাশেম, জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বাচ্চু মিয়া, মোহাম্মদ আলাউদ্দিন, সিবিএ নেতা আলাউদ্দিন মাতব্বর, আবু তাহের, হারুনুর রশিদ, মোহাম্মদ রুহুল আমিন, আব্দুর রহিম, রাজা চৌধুরী, সাইদুল ইসলাম, ফয়সাল হোসেন, শহীদুজ্জামান, নাঈম হোসেন, অ্যাডভোকেট আলা উদ্দিন আহমেদ প্রমুখ।

