শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

শিরোনাম

হাদির এতো ত্যাগ-তিতিক্ষায় কালিমা না লেপনের আহ্বান কাদেরের

শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫

প্রিন্ট করুন

আপনাদের কাছে করজোড় মিনতি, হাদি ভাইয়ের এতো ত্যাগ-তিতিক্ষায় কালিমা লেপন করবেন না, করতে দিবেন না বলে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে সংগঠনটির ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে কয়েকটি ছবি পোস্ট করে তিনি এই আহ্বান জানান।

পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

আমরা গড়ার পক্ষে, বাংলাদেশ গড়ার পক্ষে। হাদি ভাই যে বাংলাদেশ গড়ার জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন।

আপনাদের কাছে করজোড় মিনতি, হাদী ভাইয়ের এতো ত্যাগ-তিতিক্ষায় কালিমা লেপন করবেন না, করতে দিবেন না। ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিবেন না। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়ে গেছে!

গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় হাদিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অনুসরণ করে। এক পর্যায়ে তাকে বহনকারী অটোরিকশার কাছে গিয়ে তার মাথার কাছে পিস্তল ঠেকিয়ে গুলি করে। পরে তারা পালিয়ে যায়।‎

গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।

তবে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরের জেনারেল হাসাপাতালে। সেখানে বৃহস্পতিবার রাতে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ খবর ছড়িয়ে পড়তেই ঢাকাসহ বিভিন্ন জেলায় শুরু হয় বিক্ষোভ। হাদির মৃত্যুকে ঘিরে এখনো উত্তপ্ত গোটা দেশ।