ফিফা বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ঢাকায় এসে পৌঁছেছে ফুটবল বিশ্বকাপ ট্রফি। এ সফরে ফিফার প্রতিনিধি হয়ে এসেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
বিমানবন্দর থেকে ট্রফি নিয়ে যাওয়া হবে হোটেল রেডিসনে। সেখানে ফুটবল ফেডারেশন ও ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিরা ছবি তোলার সুযোগ পাবেন।
এ ছাড়া ফিফার স্পন্সর কোকাকোলার ক্যাম্পেইনে বিজয়ীরাও পাবেন এই বিশেষ সুযোগ।
এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে আসল বিশ্বকাপ ট্রফি। প্রথমবার ২০০২ সালে জাপান-কোরিয়া বিশ্বকাপের সময় এটি এসেছিল দেশে। এরপর ২০১৩ ও ২০২২ সালে বিশ্ব ভ্রমণের সময় ট্রফি আসে বাংলাদেশে।

