বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

শিরোনাম

ইরানে সহিংসতা: বিশ্ববাজারে অস্থির তেলের দাম

বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

প্রিন্ট করুন

প্রধান অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশ ইরানে রাজনৈতিক অস্থিরতার প্রভাবে বুধবার বিশ্ববাজারে তেলের দাম আরো বেড়েছে। এর ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত স্বর্ণের দাম নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবং ডলারের ওপর চাপ সৃষ্টি হয়েছে।

ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারগুলোতে বেশির ভাগ ক্ষেত্রেই উত্থান দেখা গেছে। জাপানে সম্ভাব্য আকস্মিক নির্বাচনের জল্পনা টোকিওর শেয়ারবাজারকে ঊর্ধ্বমুখী করেছে।

ওয়াল স্ট্রিটের শেয়ারবাজারে মঙ্গলবার দরপতন ঘটে। বিনিয়োগকারীরা সেখানে যুক্তরাষ্ট্রের মৃদু মূল্যস্ফীতি তথ্য, ব্যাংকগুলোর মিশ্র আর্থিক ফলাফল এবং ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েলকে ঘিরে যুক্তরাষ্ট্রের তদন্তসংক্রান্ত উদ্বেগ বিবেচনা করেন।

ব্যবসায়ীদের মনোযোগের বড় একটি অংশ বুধবারও ইরানের দিকেই ছিল। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানানো হয়, তেহরানে বুধবার নিরাপত্তা বাহিনীর সদস্যসহ একশর বেশি ‘শহীদের’ জন্য জানাজা অনুষ্ঠিত হয়েছে, যারা বিক্ষোভের কারণে নিহত হন।

ডিএনবি কার্নেগির জ্যেষ্ঠ জ্বালানি বিশ্লেষক হেলগে আন্দ্রে মার্টিনসেন বলেন, ‘ব্যবসায়ীরা ইরানে রাজনৈতিক অস্থিরতা এবং সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখছেন, যা দেশটির তেল উৎপাদনে বিঘ্ন ঘটানোর হুমকি তৈরি করতে পারে।’

শেয়ারবাজার লেনদেনে টোকিও সূচক ১.৫ শতাংশ বেড়ে বন্ধ হয়। একই সময়ে ইয়েনের মান ২০২৪ সালের মাঝামাঝির পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী ৮ ফেব্রুয়ারি যত দ্রুত সম্ভব একটি নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছেন।

লেনদেনের মাঝামাঝি সময়ে বুধবার লন্ডন ও প্যারিসের শেয়ারবাজারে সামান্য উত্থান দেখা যায়, তবে ফ্রাঙ্কফুর্টের বাজারে দরপতন ঘটে।ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের বৈধতা নিয়ে বুধবার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় রয়েছেন।