রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

শিরোনাম

ফ্রান্সে শুরু হলো ‘প্যারিস এয়ার শো’, আকাশ কাঁপাচ্ছে আধুনিক যুদ্ধবিমান

বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫

প্রিন্ট করুন

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে লে বুর্জে এলাকায় শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিমান ও প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শনী ‘প্যারিস এয়ার শো ২০২৫’। আধুনিক যুদ্ধবিমান, ড্রোন ও পরিবেশবান্ধব বাণিজ্যিক উড়োজাহাজ প্রদর্শনের মধ্য দিয়ে মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এই প্রদর্শনীর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

প্রদর্শনী উপলক্ষে আকাশে গর্জন তোলে ফ্রান্সের তৈরি দাসো রাফাল এবং যুক্তরাষ্ট্রের তৈরি এফ-৩৫ যুদ্ধবিমান। একই সঙ্গে প্রদর্শিত হয় সর্বাধুনিক হেলিকপ্টার ও ড্রোন প্রযুক্তি। পরিবেশবান্ধব প্রযুক্তির অংশ হিসেবে উপস্থাপন করা হয় এয়ারবাস এ৩২১এক্সএলআর এবং বোয়িং ৭৭৭এক্স উড়োজাহাজ।