শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

লিভারে পানি জমলে দেখা দেবে যেসব লক্ষণ

বুধবার, জুন ২৫, ২০২৫

প্রিন্ট করুন

নিউজ ডেস্ক: শরীরে কোনো সমস্যা দেখা দিলে কিছু অঙ্গের মাধ্যমে বিভিন্ন লক্ষণ দেখা যায়। যদি ওই সমস্যার প্রাথমিক লক্ষণগুলো বোঝা যায় তাহলে সমস্যা গুরুতর হওয়ার আগেই সমাধান করা সম্ভব হয় প্রায় সময়ই। তবে প্রায়শই মানুষ সমস্যা হলে প্রাথমিক লক্ষণগুলো উপেক্ষা করে। যার কারণে সমস্যা অনেক বেড়ে যায়।

লিভার আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি রক্তকে পরিষ্কার করে এবং হজম প্রক্রিয়াকেও উন্নত রাখে। যদি লিভারে কোনো সমস্যা দেখা দেয়, তাহলে শরীরের পুরো সিস্টেম বিগড়ে যায়। আজকাল অনেক মানুষ লিভারের সমস্যাগুলোকে উপেক্ষা করে।

আমাদের দেশে বেশিরভাগ মানুষই ফ্যাটি লিভারে ভুগছেন। যেহেতু এই সমস্যা সাধারণ হয়ে গেছে, তাই কিছু মানুষ এটিকে সামান্য কিছু মনে করে। অথচ এই ছোট সমস্যাটির কারণে বড় বিপদ হতে পারে। কিছু মানুষকে লিভারে পানি জমার সমস্যারও সম্মুখীন হতে হয়।

আর লিভারে পানি জমলে শরীরে কিছু লক্ষণ দেখা যায়। সেগুলো একেবারেই উপেক্ষা করা উচিত নয়। চলুন, জেনে নেওয়া যাক—

লিভারে পানি জমার লক্ষণ

পানি জমলে পেটের আকারে পরিবর্তন দেখা যায়। প্রায়শই এই সমস্যার কারণে ফোলাভাব বা পেট ফোলা মনে হয়।
ফ্লুইড রিটেনশনের কারণে দ্রুত ওজন বাড়তে থাকে।

যখন লিভারে পানি জমে থাকে, তখন পেটে চাপ, ব্যথা বা ভরা অনুভব হয়।
ফ্লুইডের জমা হওয়া ডায়াফ্রামের ওপর চাপ দিতে পারে, যার ফলে শ্বাস নিতে অসুবিধা হয়।
ফ্লুইড জমলে তাড়াতাড়ি পেট ভরা মনে হয় এবং খিদে কমে যায়।
এই সমস্যার কারণে ক্লান্তির অনুভূতিও হতে পারে।

লিভারে পানি জমলে বমি, বুকে জ্বালা ও গোড়ালি বা পায়ের নিচের দিকে ফোলাও হতে পারে।