বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

শিরোনাম

মক্কায় বৈঠক করেছেন ইরা্নের পররাষ্ট্রমন্ত্রী

বুধবার, জুলাই ৯, ২০২৫

প্রিন্ট করুন

পবিত্র নগর মক্কায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর বরাতে রয়টার্স জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন দুই দেশের শীর্ষ দুই কূটনীতিক।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন, ব্রাজিল থেকে ফেরার পথে এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য সৌদি সফর করবেন আরাকচি।

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ বন্ধ হওয়ার দুই সপ্তাহের মাথায় সৌদি সফর করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

তার এ সফরের বিষয়ে বিশদ কিছু জানায়নি এসপিএ কিংবা রয়টার্স।

তবে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে শত্রুভাবাপন্ন দুই দেশের এ বৈঠক নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছে।