বরগুনা শহরে ভেজালবিরোধী বিশেষ অভিযান চালানো হয়েছে। এ সময় খাদ্যে ভেজালের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড এবং একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
শনিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বরগুনা শহরের বিভিন্ন খাদ্য বিক্রয় প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বরগুনা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন বলেন, শিশু খাদ্যে ক্ষতিকর রঙ মিশিয়ে আকর্ষণীয় ডিজাইন তৈরি করে বাজারজাত করার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।
জানা গেছে, উপজেলার বাঁশবুনিয়া এলাকার মাহিন ফুডসের মালিক আব্দুল কুদ্দুস এবং মোল্লা ফুডস প্রোডাক্টসের স্বত্বাধিকারী মনজুর আলম মোল্লা খাদ্য ভেজাল দেওয়ার অপরাধে কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে মালাকার সুইটসের মালিক সুব্রত মালাকরকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় লাকুরতলার অনিল স্টোরের মালিক অনিল চন্দ্র পালিয়ে গেলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া শহরের খাইরুল স্টোর থেকে শিশুদের জন্য বিপজ্জনক ও ভেজাল খাদ্য জব্দ করে ধ্বংস করা হয়। নামবিহীন আরও কয়েকটি দোকান থেকেও একই ধরনের খাদ্যদ্রব্য জব্দ করে তা ধ্বংস করা হয়।

