শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে সিপিএ সংকট কাটাতে আসছে নতুন আইন, মাস্টার্স ডিগ্রি ছাড়াও মিলতে পারে লাইসেন্স

বুধবার, জুলাই ২, ২০২৫

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্ক রাজ্যে চার্টার্ড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ) সংকট কাটাতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে সরকার। রাজ্যের সংসদে সদ্য পাস হওয়া একটি বিল অনুযায়ী, এখন থেকে সিপিএ লাইসেন্স পেতে আর মাস্টার্স ডিগ্রি বা অতিরিক্ত ৩০ ক্রেডিট ঘন্টার শিক্ষা বাধ্যতামূলক না-ও থাকতে পারে। বরং চার বছরের স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই প্রার্থী সিপিএ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

এই বিলটি বর্তমানে গভর্নর ক্যাথি হোকুলের স্বাক্ষরের জন্য অপেক্ষা করছে। স্বাক্ষর হলে এটি আইন হিসেবে কার্যকর হবে।

যুক্তরাষ্ট্রের সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্টদের জাতীয় সংগঠন অনুযায়ী, ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে সিপিএ পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ৩৩ শতাংশ কমে গেছে। নিউইয়র্কের মতো একটি রাজ্যে, যেখানে স্টক এক্সচেঞ্জসহ বহু বড় আর্থিক প্রতিষ্ঠান অবস্থিত। সেখানে এই ঘাটতি ব্যবসা ও অর্থনীতিতে চাপ তৈরি করছে।

সিপিএ মারিয়া স্নাইডার বলেন, আজকের অর্থনৈতিক বাস্তবতায় আর এক বছর অতিরিক্ত পড়াশোনা করে ঋণের বোঝা নেওয়া অনেকের পক্ষেই সম্ভব নয়। যদি স্নাতক ডিগ্রি ও দুই বছরের কাজের অভিজ্ঞতার ভিত্তিতে লাইসেন্স পাওয়া যায়, সেটি অনেকের জন্য বাস্তবসম্মত।

তবে এই পরিবর্তনের প্রভাব বিশ্ববিদ্যালয়গুলোর ওপর পড়তে পারে। মাস্টার্স পর্যায়ে ভর্তি কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও, প্রতিষ্ঠানগুলো মনে করছে এতে দীর্ঘমেয়াদে দক্ষ পেশাজীবী তৈরি হবে এবং সিপিএ সংকট অনেকটাই কমে যাবে।

প্রসঙ্গত, এই আইন বাস্তবায়িত হলে নিউইয়র্ক হবে প্রথম কয়েকটি রাজ্যের একটি যারা সিপিএ হওয়ার পথ সহজ করে তুলছে।