মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

শিরোনাম

মূল্যস্ফীতির আশঙ্কায় সুদের হার অপরিবর্তিত রাখছে ফেডারেল রিজার্ভ

বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫

প্রিন্ট করুন

নিউজ ডেস্ক: দেশের অর্থনীতিতে চলমান অস্থিতিশীলতা ও মূল্যস্ফীতির আশংকা থাকায় সুদের হার আপাতত কমাবে না ফেডারেল রিযার্ভ। বুধবার ফেডারেল ওপেন মার্কেট কমিটির বৈঠক শেষে, ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ার জেরোম পাওয়েল। চলতি বছরের জানুয়ারি, মার্চ এবং মে মাসে অপরিবর্তিত ছিল ফেডারেল ফান্ডস রেট। জুনেও নিজ অবস্থানে অনড় থাকলেন ফেডারেল রিযার্ভ চেয়ার জেরোম পাওয়েল। বুধবার ফেডারেল ওপেন মার্কেট কমিটির বৈঠক শেষে জানিয়ে দিলেন, দেশের অর্থনীতি ও শ্রমবাজারে ইতিবাচক পরিবর্তন দেখলে তবেই কমানো হবে সুদের হার।

মূল্যস্ফীতির হার বর্তমানে ফেডারেল রিযার্ভের দুই শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বলে জানান পাওয়েল। বাণিজ্য যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে চলমান অস্থিতিশীলতা বিবেচনায় রেখে, চার দশমিক দুই পাঁচ থেকে চার দশমিক পাঁচের ভেতরেই আপাতত থেকে যাচ্ছে সুদহার।

এই বছরের প্রথম প্রান্তিকে, অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার পেছনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধকে সরাসরি দায়ী করেছেন ফেড চেয়ার। দেশের ব্যবসায়ীক অংশীদারদের ওপর চড়া হারে পাল্টা শুল্ক আরোপ করে, তা নব্বই দিনের জন্য স্থগিত করে ট্রাম্প প্রশাসন। শুল্ক এড়াতে এ সময়ে আমদানি বাড়িয়ে দিয়েছিল ভোক্তা ও ব্যবসায়ীরা, কিন্তু ক্ষতিগ্রস্থ হয়েছিল রপ্তানি বাজার।

সম্প্রতি করা জরিপের বরাত দিয়ে ফেড চেয়ার জানান, ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতির কারণে গত কয়েক মাসে দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে। তবে অস্থিরতার মধ্যেও দেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে আছে বলে দাবি করেন ফেড চেয়ার। বলেন, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি জ্বালানি তেলের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেললেও, তা দীর্ঘস্থায়ী হবে না।

প্রথম মেয়াদে ক্ষমতায় এসে, ২০১৭ সালে জেরোম পাওয়েলকে ফেডারেল রিযার্ভ চেয়ার পদে মনোনীত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু সুদের হারকে কেন্দ্র করে তাদের এক সময়ের সুসম্পর্ক তিক্ততায় রূপ নিয়েছে। ফেড রিযার্ভের সিদ্ধান্ত ঘোষণার কয়েক ঘন্টা আগে, বুধবার সংবাদকর্মীদের সামনে পাওয়েলকে মূর্খ বলে তিরষ্কার করে আবারো তার কড়া সমালোচনা করেন ট্রাম্প।