ক্লাব বিশ্বকাপ শেষে লুকা মদরিচের রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা এসেছিল অনেক আগেই। সেমিফাইনাল থেকে রিয়ালের বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় ইউরোপের সফলতম ক্লাবটিতে মদরিচের ১৩ বছরের পথচলা।
রোববার ক্লাব বিশ্বকাপের পর্দা নামার পরদিন নতুন ঠিকানায় পাড়ি জমালেন ক্রোয়েশিয়ার কিংবদন্তি মিডফিল্ডার। সোমবার এক বছরের চুক্তিতে ইতালির ক্লাব এসি মিলানে যোগ দিয়েছেন ৩৯ বছর বয়সি মদরিচ।
রিয়ালের হয়ে ২৮টি শিরোপা জেতা মদরিচ ইউরোপের দ্বিতীয় সফলতম ক্লাবে নাম লিখিয়ে বলেছেন, এখানে এসে আমি অনেক খুশি। নতুন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি।
এ বছরের মে মাসে মদরিচ ঘোষণা দেন, তিনি রিয়াল মাদ্রিদ ছাড়ছেন। স্প্যানিশ ক্লাবটির হয়ে তার ছয়টি ইউরোপীয় কাপ, ছয়টি ক্লাব বিশ্বকাপ, পাঁচটি ইউরোপীয় সুপার কাপ, চারটি স্প্যানিশ লিগ, দুটি কোপা দেল রে এবং পাঁচটি স্প্যানিশ সুপার কাপ রয়েছে।

