ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের অধিকৃত নিরিম এলাকায় আঘাত হেনেছে। রোববার (৬ জুলাই) আঘাত হানা এই ক্ষেপণাস্ত্রে এলাকাটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরাইলি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এর আগে ইসরাইলি টেলিভিশন, অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনি গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্রে সাফল্যের কথা স্বীকার করেছে।
আল-মায়াদিনের মতে, ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ নিশ্চিত করেছে, রোববার গাজা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র অধিকৃত নিরিম এলাকার ভবনগুলোতে আঘাত করেছে।
চ্যানেল ১২ আরও স্বীকার করেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ‘আল-আকসা ফ্লাড’ অভিযানে ক্ষতির শিকার পুনর্গঠনাধীন একটি পাড়ায় ক্ষেপণাস্ত্রটি পড়েছিল।
প্রায় দুই বছরের পূর্ণাঙ্গ আগ্রাসন এবং গাজার উপর কঠোর অবরোধ সত্ত্বেও ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে
পৃথক অভিযান এবং অধিকৃত অঞ্চলগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

