শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

শিরোনাম

চাল না কেনার অজুহাতে জাপানকে উচ্চ শুল্কের হুমকি ট্রাম্পের

মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

প্রিন্ট করুন

নিউজ ডেস্ক: নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে সোমবার এক পোস্টে ট্রাম্প এ হুমকি দেন। অ্যামেরিকায় উৎপাদিত চাল জাপান কিনবে না দাবি করে পূর্ব এশিয়ার দেশটি থেকে আসা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে সোমবার এক পোস্টে তিনি এ হুমকি দেন। মিত্র দেশটির উদ্দেশে ট্রাম্প বলেন, ‘তারা আমাদের চাল নেবে না এবং তা সত্ত্বেও তাদের বিপুল ঘাটতি আছে চালের। অন্যভাবে বলতে গেলে, আমরা তাদের একটি চিঠি পাঠাব এবং আমরা দীর্ঘদিন তাদের বাণিজ্যিক অংশীদার রাখতে চাইব।’

ট্রাম্প ভবিষ্যতে চাল না কেনার অজুহাতে জাপানকে শুল্কের হুমকি দিলেও তার দেওয়া তথ্য সঠিক নয়। ইউএস সেন্সাস ব্যুরোর বাণিজ্য সংক্রান্ত ডেটার বরাতে সিএনএন জানায়, গত বছর অ্যামেরিকার কাছ থেকে ২৯ কোটি ৮০ লাখ ডলার সমমূল্যের চাল কেনে জাপান। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে অ্যামেরিকার কাছ থেকে ১১ কোটি ৪০ লাখ ডলারের চাল কেনে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশটি।

বাণিজ্য নিয়ে অ্যামেরিকার সঙ্গে আলোচনা চলছে জাপানের। সেসব আলোচনায় জাপানি কর্মকর্তারা ভবিষ্যতে অ্যামেরিকা থেকে চাল না কেনার বিষয়ে কিছু বলেছেন কি না, তা নিশ্চিত নয়। এ বিষয়ে জানতে চাইলে অ্যামেরিকায় অবস্থিত জাপান দূতাবাসের প্রতিনিধিরা সিএনএনের কাছে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

ট্রাম্প সম্প্রতি জানান, বিভিন্ন দেশকে চিঠি পাঠানোর পরিকল্পনা করছে তার প্রশাসন। এর মাধ্যমে তাদের নতুন শুল্কের হারের বিষয়ে ধারণা দিতে চায় অ্যামেরিকা। এর আগে অ্যামেরিকার বাণিজ্যিক অংশীদারদের ওপর এপ্রিলে আরোপ করা পাল্টাপাল্টি শুল্ক স্থগিত করে ট্রাম্প প্রশাসন। এ স্থগিতাদেশ শেষ হচ্ছে ৯ জুলাই। এ তারিখের পর বিভিন্ন দেশের ওপর কী ধরনের শুল্ক হার প্রয়োগ করা হবে, তা নিশ্চিত নয়।

ট্রাম্প আরোপিত উচ্চ শুল্ক স্থগিতের আগে জাপান থেকে আসা পণ্যের জন্য শুল্কের ন্যূনতম হার ছিল ২৪ শতাংশ। স্থগিতাদেশ কার্যকর হওয়ার পর রপ্তানিকৃত পণ্যে ১০ শতাংশ হারে শুল্ক দিতে হচ্ছে জাপানকে। এ নিয়ে অ্যামেরিকার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চাইছে মিত্র রাষ্ট্রটি।