শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

শিরোনাম

ওহাইওতে ওড়ার ৭ মিনিট পর বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

প্রিন্ট করুন

নিউজ ডেস্ক: কর্মকর্তারা জানান, বিমানটি মন্টানার বোজম্যান এলাকার দিকে যাচ্ছিল। ওহাইওর উত্তরপূর্বাঞ্চলে রবিবার সকালে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ছয় আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। এনবিসি নিউজ জানায়, সেসনা ৪৪১ বিমানটিতে দুই ক্রু ও চার যাত্রী ছিলেন। ইয়ংসটাউন-ওয়ারেন রেজিয়নাল এয়ারপোর্ট থেকে আকাশে ওড়ার সাত মিনিট পর এটি বিধ্বস্ত হয়।

এনবিসি সংশ্লিষ্ট ইয়ংসটাউনভিত্তিক সংবাদমাধ্যম ডব্লিউএফএমজে জানায়, স্থানীয় সময় সকাল সাতটা এক মিনিটে কিং গ্রেভস রোডে দুর্ঘটনা সংক্রান্ত একটি কল পায় ওহাইও স্টেট হাইওয়ে প্যাট্রল। বিমানবন্দর থেকে দুই মাইল পূর্বে হাউল্যান্ড টাউনশিপের কাঠ গাছবেষ্টিত এলাকায় বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

কর্মকর্তারা জানান, বিমানটি মন্টানার বোজম্যান এলাকার দিকে যাচ্ছিল।

ওয়েস্টার্ন রিজার্ভ পোর্ট অথরিটির নির্বাহী পরিচালক অ্যান্থনি ট্রেভেনা রবিবার সংবাদ সম্মেলনে জানান, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, দুর্ঘটনার পর কেউই বেঁচে নেই। খবর পেয়ে প্রাথমিক সাড়াদানকারীরা বিধ্বস্ত বিমান থেকে দেহগুলো উদ্ধার করে। দেহগুলোকে করোনারের কার্যালয়ে রাখা হয়েছে। স্বজনদের তথ্যের ভিত্তিতে এগুলো শনাক্ত করা হবে।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড রবিবার সন্ধ্যায় ঘটনাস্থলে যায়। সংস্থাটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। এ তদন্তে সহায়তা করছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।